ভালুকা সরকারি কলেজ স্টুডেন্টস গ্রুপ এর ৩য় বর্ষে পদার্পণ
প্রকাশিতঃ ১১:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা সরকারি কলেজ স্টুডেন্টস গ্রুপ এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গ্রুপের এডমিন মডারেটরদের নিয়ে কেক কাটা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন। এসময় উপস্থিত ভালুকা সরকারি কলেজের অধ্যাপক সারোয়ার আলম (বিভাগীয় প্রধান রাষ্টবিজ্ঞান বিভাগ), প্রভাষক আফতাব উদ্দিন ,শরীরচর্চা শিক্ষক মনির হোসেন ঢালী, গ্রুপের এডমিন তুষার আবদুল্লাহ, মিনহাজ উদ্দিন, জাকিরুল ইসলাম, মডারেটর সাগর খান,সামিয়া মিম সহ এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা।


