|

বাবাকে বাঁচাতে যাওয়া ছেলেও অবশেষে হেরে গেলেন আগুনের কাছে

প্রকাশিতঃ ৪:০৩ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বাবাকে বাঁচাতে আগুনে ঝাপ দিয়েছিলেন চা বিক্রেতা ছেলে কাজল মিয়া। বাবা আব্দুল মালেককে জীবিত উদ্ধারে করতে সক্ষমও হয়েছিলেন তিনি। আবশেষে চিকিৎসাধীন অবস্থায় বাবার পর ছেলেকেও হার মানতে হয়েছে আগুনের কাছে। বাবার মৃত্যুর ২দিন পরই নিভে গেছে ছেলেরও জীবন প্রদীপ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা পৌরসভার কোর্ট ভবন এলাকায়।

জানা যায়, গত শনিবার সকালে পৌরসভার কোর্ট ভবন এলাকায় জব্বার টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের একটি রুমে গ্যাস সিলিন্ডারের নজেলের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়া ঘরে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে মঙ্গলবার ভোরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বাবা আব্দুল মালেক (৬৫)মৃত্যু বরণ করেন এর দুইদিন পর মঙ্গলবার সকালে পুত্র কাজল মিয়াও (৪০) মৃত্যু বরণ করেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মামুন জানান, গ্যাস সিলিন্ডার নজেলের মুখে লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে থাকা রুমে সিগেরেট ধরাতে গেলে মুহুর্তেই পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবা ও ছেলে অগ্নিদগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু বরণ করেন।

Print Friendly, PDF & Email