‘শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করেছেন’- এমপি ধনু
প্রকাশিতঃ ৭:৫৮ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ‘জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করেছেন, তিনি মুক্তিযোদ্ধাদের সকল ধরনের সুযোগ দিচ্ছেন, মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিদেরও নানা রকম সুবিধা দিচ্ছেন। এজন্য আমরা মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ।’ কথাগুলো বলেছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুতকৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অত. দা.) আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন প্রমুখ।


