ভালুকায় সিএইচসিপি‘দের মাঝে ল্যাপটপ বিতরণ
প্রকাশিতঃ ৮:২০ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের মাঝে ল্যাপটপ বিতরণ ও সিভিসি পরিক্ষার জন্য সেল কাউন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ল্যাপটপ বিতরণ ও সেল কাউন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জয় সরকার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন জানান, ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের মাঝে ২৩টি ল্যাপটপ ও স্বাস্থ্য সহকারীদের মাঝে ৩৭টি ট্যাব বিতরণ করা হয়েছে। সিভিসি পরিক্ষার জন্য সেল কাউন্টার স্থাপনের ফলে নির্ভুল ভাবে ও কম খরচে সিভিসি পরিক্ষা করতে পারবে সেবা প্রত্যাশীরা।’


