|

ত্যাগী ও জনপ্রিয় পিন্টুতেই ভরসা তৃণমূলের

প্রকাশিতঃ ৬:১৮ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বিএনপি জামাত জোট সরকারের আমলে বারবার কারানির্যাতিত, তুমুল জনপ্রিয়, পরিক্ষিত ও কর্মীবান্ধব নেতা ভালুকা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। দলীয় কর্মীদের বিপদে-আপদে সদা জাগ্রত তিনি। আসন্ন উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম পিন্টু রয়েছেন সম্মুখ কাতারে। দলের সাধারণ কর্মীদের প্রত্যাশা তুমুল জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা রফিকুল ইসলাম পিন্টুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হোক।

উপজেলা জুড়ে এখন সম্মেলনের উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা জুড়ে আলোচনা কে হচ্ছেন দলের সভাপতি ও সম্পাদক। তৃণমূলের একাধীক কর্মীর সাথে কথা বলে জানা যায়, দলকে সুসংগঠিত ও বিরোধী দলের সরকার পতনের আন্দোলন মোকাবেলা করার জন্য পরিক্ষিত ও জনপ্রিয় রফিকুল ইসলাম পিন্টুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার দাবি।

আসন্ন সম্মেলনে তরুণ নেতৃত্ব, দুইবারের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম পিন্টুতেই ভরসা রাখতে চায় তৃণমূলের কর্মীরা।

আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন খাঁন বলেন, ‘পিন্টু ভাইয়ের এক নোটিশে হাজার হাজার ভালুকায় লোকে লোকারণ্য হয়ে যায়। আমরা দেখেছি পিন্টু ভাই চাইলে যে কোন মূহুর্তে ভালুকায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মিছিল মিটিং করতে পারে। তার আছে ব্যক্তিগত ক্লিন ইমেজ। ক্লিন ইমেজের জনপ্রিয় পিন্টুকে ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হলে দলের ইমেজেও ঠিক থাকবে। দলও সুসংগঠিত ও শক্তিশালী হবে।’

রফিকুল ইসলাম পিন্টু বলেন, ‘আমি কখনও নৌকা তথা আওয়ামী লীগের প্রশ্নে কারো সাথে কোন কম্পোমাইজ করি না। যার কারণে বিএনপি জোট সরকার ক্ষমতা থাকার সময় হত্যা ও চুরির মিথ্যা মামলার দায়ে ২ বছর কারাবাস থাকতে হয়েছে। দলের প্রয়োজনে যখনই আমাকে ডাকে আমি সব সময় প্রস্তুত থাকি।

দল যদি আমাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়, জীবন দিয়ে হলেও হাইব্রিড ও নব্য আওয়ামী লীগার বাদ দিয়ে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের নিয়ে নবীন-প্রবীণের সমন্বয়ে একটি মডেল আওয়ামী লীগ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

Print Friendly, PDF & Email