বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল
প্রকাশিতঃ ৫:১১ অপরাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ সারাদেশে বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার বাসট্যান্ড এলাকা থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম পিন্টুর আয়োজনে ওই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম পিন্টুসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।