ভালুকায় বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ ৮:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ভালুকা সরকারী কলেজ মিলনায়তনে ওই সংগঠনের আয়োজনে দিবসটি উদযাপন হয়।
বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা প্রেসক্লাব সহ-সভাপতি চারণ সাংবাদিক আতাউর রহমান তরফদার, ভালুকা সরকারী কলেজের অধ্যাপক সারোয়ার আলম, অধ্যাপক নুরুল হক, অধ্যাপক আশরাফুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, সভাপতি মোহাইমিনুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মুন্তাসির তরফদার রাফি, ক্লিন আপ ভালুকার কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেন সুমন, ইত্তেফাক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আশরাফুল আলম হাবিবী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রক্তদান ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বিশিষ্টজন ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, ভালুকা সরকারী কলেজের কিছু সংখক প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীর সম্বন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশন ইতোমধ্যে বিনামূল্যে রক্ত দান, বর্ন্যাত ও অসহায় মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সুনামের সাথে অংশ গ্রহন করেছে।