|

ভালুকায় অসহায় মেধাবী শিক্ষার্থীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন এম.এ ওয়াহেদ

প্রকাশিতঃ ৫:৪৬ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ উপজেলার আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখায় গতবছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী স্কোলিওসিস রোগে আক্রান্ত (মেরুদন্ড বাঁকা হয়ে যাওয়া) অসহায় ফয়সাল আহাম্মেদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম এ ওয়াহেদ।

ফয়সালের মেরুদন্ড অপারেশনের জন্য আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম এ ওয়াহেদ মঙ্গলবার দুপুরে দুই লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেন। ফয়সাল উপজেলার আংগারগারা গ্রামের শাহজাহানের পুত্র।

ফয়সাল আহাম্মেদ দীর্ঘ চার বছর যাবৎ এ রোগে ভূগছিলেন। দরিদ্র পিতা শাহজাহান অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারেননি। এখন মানুষের সহযোগীতায় অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপারেশন করতে ৫লক্ষ টাকা ব্যায় হবে বলে জানিয়েছেন ফয়সালের পরিবার।  

আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম এ ওয়াহেদ বলেন, ‘এমন একটি মেধাবী ছেলে টাকার জন্য চিকিৎসা করতে পারবেনা এটা হতে পারেনা। আমি দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছি। সমাজের বিত্তবানা এগিয়ে আসলে দরিদ্র পরিবারটি উপকৃত হবে।’  

Print Friendly, PDF & Email