ভালুকায় অসহায় মেধাবী শিক্ষার্থীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন এম.এ ওয়াহেদ
প্রকাশিতঃ ৫:৪৬ অপরাহ্ণ | জানুয়ারি ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ উপজেলার আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখায় গতবছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী স্কোলিওসিস রোগে আক্রান্ত (মেরুদন্ড বাঁকা হয়ে যাওয়া) অসহায় ফয়সাল আহাম্মেদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম এ ওয়াহেদ।
ফয়সালের মেরুদন্ড অপারেশনের জন্য আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম এ ওয়াহেদ মঙ্গলবার দুপুরে দুই লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেন। ফয়সাল উপজেলার আংগারগারা গ্রামের শাহজাহানের পুত্র।
ফয়সাল আহাম্মেদ দীর্ঘ চার বছর যাবৎ এ রোগে ভূগছিলেন। দরিদ্র পিতা শাহজাহান অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারেননি। এখন মানুষের সহযোগীতায় অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপারেশন করতে ৫লক্ষ টাকা ব্যায় হবে বলে জানিয়েছেন ফয়সালের পরিবার।
আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম এ ওয়াহেদ বলেন, ‘এমন একটি মেধাবী ছেলে টাকার জন্য চিকিৎসা করতে পারবেনা এটা হতে পারেনা। আমি দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছি। সমাজের বিত্তবানা এগিয়ে আসলে দরিদ্র পরিবারটি উপকৃত হবে।’