|

ভালুকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ ৮:৫৭ অপরাহ্ণ | জানুয়ারি ১১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। চোর চক্রের পাঁচ সদস্যসহ একটি ৩টনি ট্রাক ও চুরির বিভিন্ন সরঞ্জামাদী আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভালুকা উপজেলার পুরুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশারফ (৩০) টাঙাইল জেলার গোপালপুরের পাকুয়া গ্রামের শামছুল হকের ছেলে আমিনুল ওরফে মোতালেব (৪০), বাগেরহাট জেলার ফতেপুর গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে জসিম উদ্দিন ওরফে মিশু (৩২), সিরাজগঞ্জ জেলার বেলকুচির রাজাপুর গ্রামের শাহ আলম শেখের ছেলে ইয়ামিন শেখ (২৪), রংপুর জেলার রামজীবন গ্রামের মৃত দিলদারের ছেলে মোক্তার হোসেন (৪২)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার কাদিগর গ্রামের সাজ্জাদ হোসেন নামের এক কৃষকের দুটি গাভি, একটি বকন ও দুটি বাছুর গত ২৫ ডিসেম্বর রাতে তার গোয়ালঘর থেকে চুরি হয়। পরে এ ঘটনায় ভালুকা মামলা নং ৩৮ রুজু হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ‘সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্যকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন ধরে গরু চুরি করছে। আদালতে প্রেরণপূর্বক এদরে আরও জিঙ্গাসাবাদে জন্য রিমান্ড চাওয়া হয়েছে।’

Print Friendly, PDF & Email