|

প্রথম বারের মতো দেশে উৎপাদন হচ্ছে বাজাজ রানার থ্রি-হুইলার

প্রকাশিতঃ ৭:৪৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: প্রথমবারের মতো বাংলাদেশে এলপিজি ও সিএনজি চালিত ভারতীয় বাজাজ থ্রি-হুইলারের ম্যানুফ্যাকচারিং কারখানার পথচলা শুরু করেছে রানার অটোমোবাইলস। শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস সিএলসি ম্যানুফ্যাকচারিং কারখানা প্রাঙ্গণে থ্রি-হুইলার উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

উদ্বেধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুবীর চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, মাগুড়া-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ভারতীয় বাজাজ অটো‘র চেয়ারম্যান কে.এস গৃহপতি, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, নিটল মটরস‘র চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ প্রমুখ।

এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা, শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনসহ রানার ও বাজাজের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে রানার অটোমোবাইলস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুবীর চৌধুরী বলেন, ‘রানার আটোমোবাইলস পিএলসি দেশের মোটরসাইকেল দিয়ে প্রথম উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় আমরা আজ ত্রি-হুইলার শিল্পে পা রাখলাম। আশা করছি, মোটরসাইকেলের মতো এই শিল্পেও আমরা সাফল্য অর্জন করবো।’

উদ্বোধনী অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘দেশে প্রথম থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানার যাত্রা শুরু করলাম। আর এই স্বপ্নযাত্রাকে বাস্তবে রুপ দেয়ার জন্য সরকারের শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালনের সড়ক ও জনপথ অধিদপ্তর, ব্যাংক সহ ও সংশ্লিষ্ট বিভাগ সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রায় ৩০০ কোটি টাকা ব্যায়ে ১০ একর জমিতে গড়ে ওঠা রানারের ম্যানুফ্যাকচারিং কারখানা প্রতিবছর প্রায় ত্রিশ হাজার গাড়ি উৎপাদন করতে সক্ষম। বাজাজ অটোর প্রযুক্তিগত সযোগিতায় ইঞ্জিনের কিছু উপাদান ছাড়াও ওয়েল্ডিং, চ্যাসিস, বডি ও কোয়ালিটি কন্ট্রোলসহ অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হবে। এর ফলে ৩০০ মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। রানার বাজাজ থ্রি-হুইলার হবে দেশের মানুষের জন্য যাত্রাপথে যোগাযোগের অন্যতম বাহন, রানার এ দেশে কর্মসংস্থানের মাধ্যমে শিল্প বিকাশে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত।’

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পর আমাদের সরকার এখন বাংলাদেশ বাস্তবায়ন করছি। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। আমাদের উৎপাদনশীলতা বাড়াতে শিল্পে আধুনিক প্রযুক্তির প্রযোগ ঘটাতে হবে। সরকার রপ্তানিমুখী শিল্প নীতি ও অটোমোবাইলস শিল্পের প্রসারেও সব ধারনের সহায়তা প্রদান করছে’

Print Friendly, PDF & Email