ভালুকার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশিতঃ ৬:৩৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। সোমবার সকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার,সিনিয়র স্টাফ নার্স, এইচ আই, এস আই, এইচ এসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী উপস্তিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, মোট লক্ষমাত্রার ৯৯ভাগ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮৬৭৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৬৫৭৮৫ জনকে লালরঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।