|

ভালুকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আ‘লীগ নেতা ওয়াহেদের বিশ লক্ষ টাকা অনুদান

প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলার মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানে বিশ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন আওয়ামীলীগ নেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ী আলহাজ¦ এম এ ওয়াহেদ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দেওয়া বিশটি প্রতিষ্ঠানে এক লক্ষ টাকা করে মোট বিশ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার আঙ্গারগাড়া গ্রামের নিজ বাড়িতে ওইসব অনুদান প্রদান করেন তিনি।

অনুদান প্র্প্ত প্রতিষ্ঠানগুলো হলো- ভাটি কাতলামারী মসজিদ ও মাদ্রাসা, ডাকাতিয়া আজহার মোড় মসজিদ, নয়াপাড়া উত্তর পাড়া মসজিদ, সিংলাপাড়া রশীদ মেম্বার বাড়ির মোড় জামে মসজিদ, আখালিয়া ফরেস্ট অফিস সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা, ঢালুয়া চৌরাস্তা মসজিদ, ছিটাল বাজার মাদ্রাসা, মহিষ গড়া মসজিদ, দেবরাজ বাজার মসজিদ ও মাদরাসা, দুদু মেম্বারের বাড়ি সংলগ্ন মসজিদ, সোনাখালী বাজার জামে মসজিদ, সামালিয়া পাড়া জামে মসজিদ, সোনাখালি পশ্চিম পাড়া জামে মসজিদ, হাজীর বাজার বাছাতুন নেছা মহিলা মাদরাসা, মেদুয়ারি মসজিদ মাদ্রাসা, ডুমনীঘাট মন্দির, গিলারচালা নাট্যসংঘ, আংগারগাড়া দক্ষিণ পাড়া নতুন বাজার নাটক দল, তামাট মুক্তার মেম্বার বাড়ি ওরশ, হামিদ দেওয়ানের ওরশ।

আওয়ামীলীগ নেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ী আলহাজ¦ এম এ ওয়াহেদ বলেন, ‘সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানে ঘোষণা দেওয়া প্রতিশ্রুতিমত বিশটি প্রতিষ্ঠানে আমার ব্যাক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা করে মোট বিশ লক্ষ টাকা অনুদান প্রদান করেছি। আমি অতিতেও সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ অসহায় ও দুস্থ মানুষের পাশে ছিলাম যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবো।’

Print Friendly, PDF & Email