ভালুকায় বাড়ীর সামনে নির্মাণ সামগ্রী ফেলে চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগ
প্রকাশিতঃ ৪:৫৯ অপরাহ্ণ | মার্চ ২৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার মেজরভিটা ৬ নং ওয়ার্ডের ওয়াসিকুল আলমের বহুতল ভবনের প্রধান ফটকের সামনে একই এলাকার মুন্সী আঃ হামিদ ইট ও অন্যান্য সামগ্রী ফেলে চলাচলে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ মার্চ সোমবার সরেজমিন পৌর সভার মেজর ভিটার ওয়াছিকুলের বাসার সামনে গিয়ে দেখা যায় তার বহুতল ভবনের পশ্চিমাংশের প্রধান ফটকের সামনে একটি ইটের খামল ও বিভিন্ন সামগ্রী ফেলে রাখা হয়েছে। ওয়াছিকুলের অভিযোগ ২০১৯ সাল মুন্সী আঃ হামিদের নিকট হত ৫.৫০ শতক জমি যথাক্রমে ৮ ফুট ও ১০ ফুট চলাচলের রাস্তা সহ সাবকবলা দলিল মূলে ক্রয় করে বহুতল ভবন নিমার্ণ করেন। বর্তমানে তার বাসায় ১০/১৫ টি ভাড়াটিয়া পরিবার বসবাস করছেন। তার ক্রয়কৃত জমিতে ইট দিয়ে রাস্তা নিমার্ণ শুরু করলে আঃ হামিদ রাস্তা নিমার্ণ বাধা প্রদান করেন ।
বিষয়টি নিষ্পত্তির জন্য পৌরসভার মেয়র বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি। এ বিষয়ে ভালুকা থানায় একাধিকবার সালিশ হয়েছে বলে তিনি জানান । তার বাসায় বসবাসরত ভাড়াটিয়াদের স্কুল পুড়য়া ছেলেমেয়ে সহ সকলের চলাচল ব্যঘাত ঘটছে বলে তার অভিযোগ। এ ব্যাপার তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবী করছেন।
অপরদিক মুন্সী আঃ হামিদ জানান তিনি ওয়াছিকুলের নিকট জমি বিক্রির দলিলের নকসা মুল উল্লখিত রাস্তার জমি বুঝিয়ে দিয়েছেন। তার ভবনে সামনে পশ্চিমাংশ তার এক ইঞ্চি জমিও নাই । ইট গুলি আমার জায়গায় আমি রাখছি।