ভালুকায় চার তরুণ কৃষি উদ্যোক্তার স্বপ্নে বালি
প্রকাশিতঃ ৭:০৩ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: গ্রাজুয়েশন শেষ করা চার বন্ধু মিলে স্বপ্ন দেখেন কৃষি উদ্যোক্তা হবার। তিন একর জমি পাঁচ বছরের জন্য লিজও নেয় তারা। সেখানে গড়ে তুলেন তাদের স্বপ্নের সবজী বাগান। হঠাৎ রাতের আঁধারে তাদের বাগানের প্রায় অর্ধশতাধিক ফলদ পেঁপে গাছ কেটে ফেলে দূর্বিত্তরা। এতে তাদের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই উদ্যোক্তারা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার ভরাডোবা গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু দেলোয়ার হোসেন সাদিক, রবিউল হাসান সানি, দেলোয়ার ও রমজান আলী উপজেলার ভরাডোবা গ্রামের বেপারী পাড়ার আমিনুল ইসলাম (আমিন ডিলার) ও মোশারফ হোসেন বাহার গংদের কাছ থেকে পাঁচ বছরের জন্য তিন একর জমি লিজ নিয়ে সবজী বাগান করে আসছিলেন। রোববার সকালে বাগান মালিকগন খবর পেয়ে বাগানে গিয়ে দেখে প্রায় অর্ধশতাধিক ফলদ পেঁপে গাছ কেটে ফেলেছে দুস্কৃতকারীরা।
এ ঘটনায় বাগান মালিকদের পক্ষে দেলোয়ার হোসেন বাদি হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।’