|

ভালুকার মেদুয়ারী ইউপি সদস্য সালমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিতঃ ৪:৪৪ অপরাহ্ণ | মে ১৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছাঃ সালমা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনজন শিক্ষকসহ সাতজনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. সালমা আক্তার রাস্তা সংস্কার প্রকল্পের আওতায় উপকারভোগী ও সুবিধাভোগীদের সাথে আলোচনা ছাড়াই ব্যক্তি সুবিধা বহাল রেখে বকুল তলা মসজিদ সংলগ্ন আনুমানিক ১০০ ফিট রাস্তা কেটে মসজিদের প্রবেশদ্বারের সম্মুখে নতুন রাস্তা নির্মাণ করছে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ ও শত বছরের পুরনো রাস্তা। যার ফলে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাস্তা নির্মান প্রকল্প কমিটিতে ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. সালমা আক্তার সভাপতি ও তার নাবালক ছেলে সৌরভকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।

এ ব্যাপারে মুঠোফোনে সালমা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে কাজ করেছি। ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী বলেন, সালমার আবেদনের প্রেক্ষিতে সুপারিশ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email