|

ভালুকায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ; প্রতিবন্ধী নারীসহ আহত ২

প্রকাশিতঃ ৫:২৭ অপরাহ্ণ | মে ২৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় প্রতিবন্ধী নারীসহ দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলা ভরাডোবা গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী আমিনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে শাছুল হুদা বাবুল, বাদল, উসমান, আঃ মতিন, সামাদ, মৃত আঃ রশিদের ছেলে ওয়াজ উদ্দিন, মনু পাঠানের ছেলে সাদ্দাম হোসেন, আজিজুল হকের ছেলে আল আমিনসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন স্থানীয় হাফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলামের বাড়িতে দেশিও অস্ত্র নিয়ে সীমা মিলের ভিতর থেকে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এতে আমিনুলের মা আমিন নেছা সুমনা ও বোন শারীরিক প্রতিবন্ধী শরীফা আক্তার হামলার শিকার হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বসতবাড়িতে নারীদের উপর হামলার সম্পর্কে শামসুল হুদা বাবুল কোন কথা বলতে রাজি হয়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email