শেখ হাসিনার কারামুক্তি দিবসে ভালুকায় যুবলীগের দোয়া মিলাদ মাহফিল
প্রকাশিতঃ ৮:১২ অপরাহ্ণ | জুন ১১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলেক্ষ্যে ভালুকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার পল্লিবিদ্যুৎ সমিতি জামে মসজিদে উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু কন্যা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে প্রায় ১১ মাস বন্দি থাকার পর মুক্তি পান শেখ হাসিনা। প্রতিবছর এ দিনটি নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করেন আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।