|

‘সারাদেশের সাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসা হবে’ – বিচারপতি নিজামুল হক নাসিম

প্রকাশিতঃ ৬:৪১ অপরাহ্ণ | জুন ২৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপ্রাপ্তরাই শুধু সাংবাদিক হিসেবে গণ্য হবেন। খুব শীঘ্রই সাংবাদিকদের ডাটাবেজ প্রকাশ করা হবে। সারাদেশের সুসাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

শুক্রবার দিনব্যাপী ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য ও গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, নাগরিক টিভির বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ময়মনিসংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সহ-সভাপতি মোশারফ হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর মোস্তফা, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম মুজিব প্রমুখ।

ওই প্রশিক্ষণ কর্মশালায় ভালুকা প্রেসক্লাব, ত্রিশাল প্রেসক্লাব ও গফরগাঁও প্রেসক্লাবের ৬৬ জন সাংবাদিক অংশগ্রহণ শেষে সনদপত্র গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email