ভালুকায় সাংসদকে বরণ করে নিলেন নেতাকর্মীরা
প্রকাশিতঃ ৫:৫৭ অপরাহ্ণ | জুলাই ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর:পবিত্র হজ্জ পালন শেষে নিজ নির্বাচনি এলাকায় গেলে দলের নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ময়মনসিংহ ১১ ভালুকা আসেন সাংসদ সদস্য আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনুকে। সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকায় প্রবেশধার নাছির গ্লাস থেকে একটি মোটর শোভাযাত্রা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
পরে ভালুকা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে পৌরসভার মেজরভিটাস্থ সাংসদের পিতা ও সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিনের কবর জিয়ারত করা হয়।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক উপ-দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহাবুব, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খাঁন রিপন, উপজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমীকলীগের আহবায়ক নূরে আলম সিদ্দিকী স্বপন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমীন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।