|

‘একাই একশো’ সার্ভেয়ার রফিকুল ইসলাম

প্রকাশিতঃ ৬:৫০ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বৃহত্তর ময়মনসিংহের অন্যতম ব্যাস্ত ও গুরুত্বপূর্ণ উপজেলা শিল্পাঞ্চল ভালুকা। শিল্পাঞ্চল ও বন অধ্যশিত এই এলাকার ভূমি ব্যাবস্থ্পনাও অত্যান্তু ঝামেলাপূর্ণ। ভূমি অফিসে বা ভূমি ব্যাবস্থাপনাতে অন্যতম গুরুত্বপূর্ণ পদ সার্ভেয়ার। ভূমি মন্ত্রনালয় তথা বাংলাদেশ সরকারের অনেকদিন ধরে সার্ভেয়ার পদে কোন নিয়োগ না দেওয়ার এ পদে চাহিদার তুলনায় জনবল একেবারেই কম। ফলে ভালুকার মত ব্যাস্ত উপজেলাতেও একজন সার্ভেয়ার দিয়ে চালাতে হচ্ছে কাজ। কাজের চাপ একটু বেশি থাকলেও এক হাতে সব সামলে নিচ্ছেন ভালুকা সহকারী কমিশনার (ভূমি) অফিসের দক্ষ সার্ভেয়ার রফিকুল ইসলাম। অত্যান্ত পরিশ্রমি ও কর্মপ্রিয় এ সার্ভেয়ারের সুনাম সর্বজনবিদিত। এক কথায় বলা চলে একাই একশো সার্ভেয়ার রফিক।

সরেজমিনে গতকাল ভালুকা সহকারী কমিশনার ভূমি অফিসে সার্ভেয়ার রফিকুল ইসলামের কক্ষে গিয়ে দেখা যায় টেবিরের চারপাশে মানুষ ভিড় করে আছে। প্রতিবেদককে দেখে হাসিমুখ সার্ভেয়ার রফিকুল ইসলাম বলেন, ভাই সারে ৩ টা বাজে এখনও দুপুরে খেতে যেতে পারিনি। হাতের কাজটুকু শেষ করে খেতে যাবো।

কথা টেনে নিয়ে উপজেলার ভরাডোবা গ্রামের কৃষক সালাউদ্দিন ফকির বলেন, সার্ভেয়ার সাহেব কাজের প্রতি খুব আন্তরিক। আমি খুব সময়ে উনার কাছ থেকে ভূমি সেবা পেয়েছি।

ভালুকা সহকারী কমিশনার ভূমি অফিসে সার্ভেয়ার রফিকুল ইসলাম জানান, কিছুদিন আগেও এই অফিসে দুজন সার্ভেয়ার ছিলো। প্রায় বছরখানেক সময় ধরে আমাকে একাই কাজ করতে হচ্ছে। চেষ্টা করছি দিন রাত কাজ করে মানুষকে সেবা দেওয়ার। এসিল্যান্ড স্যারের আন্তরিক দিক নির্দেশনায় আমি হাত খুলে কাজ করতে পারছি। অফিসের অন্য সহকর্মীরাও আমার কাজে সহায়ক হয়।

Print Friendly, PDF & Email