ভালুকায় আ‘লীগ নেতার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
প্রকাশিতঃ ৭:০২ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকাভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের রোগমুক্তি কামনায় ভালুকায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের কার্যালয়ে আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম এ ওয়াহেদের আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, ভালুকা আঞ্চলীক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।