ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে যুবলীগের লিফলেট ও মশারী বিতরণ
প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে যুবলীগের উদ্যোগে লিফলেট বিতরণ, মশা নিধনের ঔষধ ছিটানো ও মশারি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের উদ্যেগে পৌরসভার বিভিন্ন স্থানে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ, ভালুকা বাজার, সাবরেজিস্ট্রি অফিস, পাঁচ রাস্তার মোড়, গফরগাঁও রোড়, উপজেলা পরিষদ চত্ত্বরে মশক নিধনের ঔষধ ছিটানো ও ছিন্নমূল মানুষের মাঝে একশত মশারী বিতরণ করা হয়।
বীরমুক্তিযোদ্ধার সন্তান শাহরিয়ার হক সজিব বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ভালুকা পৌরসভার ময়লাযুক্ত স্থানে মশক নিধনের ঔষধ ছিটানো, লিফলেট বিতরণ ও ছিন্নমুল মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। সবার সচেতনায়ই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। তাই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।