ভালুকায় সিএস ম্যাপ অনুযায়ী নদী ও খাল উদ্ধারের দাবি
প্রকাশিতঃ ২:২৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: সিএস ম্যাপ অনুযায়ী নদী ও খাল উদ্ধারের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার পরিবেশ কর্মীরা। রবিবার সকালে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা ওই দাবি জানান। এর আগে ভালুকা প্রেসক্লাব মিলনায়তন থেকে একটি র্যালী বের হয়ে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মোক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, বাপা সদস্য ইব্রাহিম খলিল, মাহমুদা সুলতানা মুন্নি প্রমুখ।
এসময় বক্তারা প্রশাসনের সর্বোচ্চস্তর ও জনপ্রতিনিধিদের কাছে ত্রুটিপূর্ণ বিআরএস ম্যাপ বয়কটের দাবি জানিয়ে সিএস ম্যাপ অনুযায়ী নদী ও খাল উদ্ধারের কার্যকরি পদক্ষেপ নেওয়ার আহবার জানান। একি সাথে খিরু নদী, লাউতি খাল ও বিলাইজুড়ি খাল খননে প্রায় ২২ কোটি টাকার কাজে অনিময় ও দূর্ণিতির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিল্পকারখানার দুষিত তরল বর্জ্য সরাসরি নদী ও খানে না ফেলে পরিশোধন ও রিসাইক্লিনের মাধ্যমে ব্যাবহারের দাবি জানান।