ভালুকায় মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
প্রকাশিতঃ ৭:০১ অপরাহ্ণ | অক্টোবর ১৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভলুকার খবর: ময়মনসিহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের খিলবাড়ী পুকুরপাড় জামে মসজিদের ইউনিয়ন পরিষদের ১% প্রকল্প থেকে বরাদ্দকৃত দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রেহেনা আক্তার রিতার বিরুদ্ধে।
মসজিদ কমিটি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৫-০৫-২৩ তারিখে ন্যাশনাল ব্যাংক ভালুকা শাখার ২৮৪৪৩০৬ নং চেকের মাধ্যমে দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় যা ওই মহিলা সদস্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেও এখন পর্যন্ত মসজিদ কমিটিকে ঐ টাকা বুঝিয়ে দেয়া হয়নি।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন- গত ৫মাস আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ মসজিদের উন্নয়নের জন্য মহিলা ইউপি সদস্য মোছা, রেহেনা আক্তার রিতার কাছে চেকের মাধ্যমে দুই লক্ষ টাকা দেন। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে বারবার ওই মহিলা সদস্যের সাথে যোগাযোগ করলে তিনি তারিখের পর তারিখ দিয়ে সময় ক্ষেপণ করছেন।
এ ব্যপারে মহিলা ইউপি সদস্য মোছাঃ রেহেনা আক্তার রিতা মসজিদের টাকা আত্মসাতের কথা অস্বীকার করে বলেন, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাহেবের কাছ থেকে ধার হিসেবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নিয়েছি যা রাস্তা উন্নয়নের কাজে লাগিয়েছি, চেয়ারম্যান দেশের বাহিরে আছে, উনি আসলেই তাকে টাকাটা ফেরৎ দিয়ে দিবো।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ দেশের বাহিরে থাকার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।