ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি রকেট
প্রকাশিতঃ ৪:১৬ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০২৩

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে অব্যাহতির ঘোষণা দেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। একই সঙ্গে সহসভাপতি উত্তম চক্রবর্তী রকেটকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে গত ১৩ সেপ্টেস্বর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় এবং সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি উত্তম চক্রবর্তী রকেটকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো। দলের কেন্দ্রীয়