|

ভালুকায় আ’ লীগ নেতা খাইরুল আলম মল্লিকের স্বরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৮:৩২ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০২৩

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ- ময়মনসিংহের ভালুকায় সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম মল্লিকের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা নভেম্বর বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত স্বরণ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন পাঠান, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নুরুল ইসলাম,উপজেলা ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমূখ৷

পরে খাইরুল আলম মল্লিকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email