ভালুকায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও খাবার বিতরণ
প্রকাশিতঃ ৭:২৫ অপরাহ্ণ | ডিসেম্বর ০৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট লেখক-সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে পৌরসভার কাঠালী ঈদগা মাঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের আয়োজনে ওই কোরআন খতম ও খাবার বিতরণ করা হয়েছে। এসময় ৫শত এতিম, দুস্থ ও মাদরাসা শিক্ষার্থীদের খাবার বিতরণ করা হয়।
কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।