ভালুকায় ইফতি সুজ কালেকশনের শো-রুম উদ্বোধন
প্রকাশিতঃ ৬:৩৭ অপরাহ্ণ | ডিসেম্বর ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় ইফতি সুজ কালেকশন নামের একটি জুতার শো-রুম উদ্বোধন হয়েছে। রোবিবার বিকালে পৌরসভার বাজার রোডে রায় মার্কেটে ওই শো-রুমটি উদ্বোধন হয়।
এসময় ভালুকা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফজলুল আমীন লিটন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, রায় মার্কেটের মালিক বীরেন রায়, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, রায় মার্কেট ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন বনিক, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ইফতি সুজ কালেকশনের কর্ণধার সোহাগ মিয়া, ব্যবসায়ী খলিলুর রহমান কেবল, হুমাউন কবির সবুজ প্রমুখ।
