|

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার ক্যাম্পে হামলার ভাংচুরের অভিযোগ

প্রকাশিতঃ ১১:২৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২৩


ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহ ১১ শিল্পাঞ্চল ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আ’লীগের সহ-সভাপতি এম. এ ওয়াহেদের (ট্রাক প্রতীক) ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ওই সময় শাহ আলম দুলাল ওরফে দুলাল আর্মী নামে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার উথুরা ইউনিয়নের চান্দের বাজারে।
 স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের চান্দের বাজারে আ’লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতিক) নির্বাচনী প্রচার ক্যাম্প রয়েছে। মঙ্গলবার বিকেলে নৌকার প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপির পথ সভা ছিলো। অপরপক্ষে স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের সহসভাপতি এম. এ ওয়াদের পক্ষে নির্বাচনী মিছিল বের করার কথা। এসময় হঠাৎ নৌকার সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামালা চালায় এবং চেয়ার টেবিল ছুড়ে ফেলা হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা আলম দুলাল ওরফে দুলাল আর্মী নামে এক কর্মীকে মারধর করা হয়। পরে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ও মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
ভালুকা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ জানান, তিনি স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট। প্রচারের প্রথম থেকেই নৌকার সমর্থকেরা তাদের বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে। ইতোমধ্যে হামলা ও ভাঙচুরসহ বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উথুরা ইউনিয়নের চান্দের বাজারে তাদের ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। শাহ আলম দুলাল ওরফে দুলাল আর্মী নামে তাদের এক কর্মীকে মারধর করা হয়েছে বলে তিনি জানান।
 ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, উথুরা এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।​

Print Friendly, PDF & Email