|

ভালুকায় নিরাপত্তারক্ষীদের মাঝে ওসির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিতঃ ১:৫৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন বাজারে নিয়জিত নিরাপত্তারক্ষীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন বাজারে টহল চলাকালে নিরাপত্তার কাজে নিয়জিত ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে ওই কম্বল বিতরন করেন তিনি। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, প্রতিদিনের মতো নিয়মিত টহল চলাকালে বিভিন্ন বাজারের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের দাবীর প্রেক্ষিতে প্রাথমিকভাবে ভালুকা বাজারের কিছু নিরাপত্তাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা কাজে নিয়জিত ব্যাক্তিরা যদি শীতে কষ্ট করেন তাহলে তো সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। ভিবিন্ন বাজার নিরাপত্তা কাজে নিয়জিত ব্যাক্তিরাও একদিক দিয়ে আমাদের সহকর্মী। সেই দায়িত্ববোধ থেকে শীতবস্ত্র বিতরণ করেছি। সামনের দিনেও সাধ্যমতো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন ওসি শাহ কামাল আকন্দ।

Print Friendly, PDF & Email