|

ভালুকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসীদের হামলা

প্রকাশিতঃ ৭:৫১ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ মাস্টারের উপর ১১ ফেব্রুয়ারী রবিবার রাতে বরাইদ বাজার থেকে বাড়ি ফেরার পথে মড়লবাড়ি মোড়ে ওই হামলা চালায় দুর্বৃত্তরা। কালো কাপরে মুখ ঢাকা অন্তত ৬ জন সন্ত্রাসী আব্দুল মজিদ মাস্টারের উপর হামলা চালায় বলে জানায় স্থানীয়রা।

এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের মধ্যে একজন কে ধাওয়া করে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ঘটনার সাথে জরিত আরো দুই জনকে আটক করে। বাকিরা এখনও পলাতক রয়েছে।

এ ঘটনায় মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান এ ঘটনায় একটি মামলা রজু হয়েছে। তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email