|

ভালুকায় নিজস্ব অর্থায়নে জমি কিনে ব্রিজ নির্মানের ঘোষণা দিলেন এম.পি ওয়াহেদ

প্রকাশিতঃ ৫:৫১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা টু বিরুনীয়া ভায়া মেদিলা সড়কটি প্রয়োজনের তুলনায় একেবারেই সংকোচিত। তবে সংশ্লিষ্টরা সম্পিতি এ সড়কটি প্রসস্থ করার জন্য কাজ করছেন। কিছুদিন আগে এই সড়কের চুল্লার খালের উপর প্রায় ৬ কোটি টাকা বরাদ্ধে ১৫০ ফিট দৈর্ঘের একটি ব্রিজ নির্মান কাজের টেন্ডার হয়। নির্মানে কাজ শুরু করতে গেলে জমি সংক্রান্ত জটিলতা দেখা দেয়। ব্রিজটি নির্মান করতে হলে ব্রিজের স্লপ নির্মানে ব্যাক্তি মালিকানা প্রায় ৯ শতাংশ জমির প্রয়োজন হয়। বহু দেন দেনদরবার করেও কোন সমাধান করতে পারছিলোনা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ এম এ ওয়াহেদের স্মরণাপন্ন হয় সংশ্লিষ্টরা।

নব-নির্বাচিত সাংসদ আলহাজ¦ এম. এ ওয়াহেদ জমির মালিক ইদ্রিস ও সুরুজ মিয়ার সাথে কথা বলে ন্যয্য মূল্যে জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়।

জমির মালিক ইদ্রিস ও সুরুজ মিয়া জানান, জমির বিনিময়ে টাকা পাওয়ার আশ^াস পাওয়ায় তারা খুশি।

সাংসদ আলহাজ¦ এম. এ ওয়াহেদ বলেন, অল্প একটু জমির জন্য ব্রিজটা হচ্ছিলোনা। আমি মানুষের ক্ষতি করতে রাজি নই। যেহুতে ব্রিজ নির্মান পরিকল্পনার মাঝে জমি ক্রয়ের জন্য কোন বরাদ্ধ নাই সেহুতু নিজ অর্থায়নে জমি ক্রয় করে ব্রিজটি নির্মানের নির্দেশ দিয়েছি।

নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করে ব্রিজ নির্মানের ঘোষণা দেওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ওই সড়ক দিয়ে চলাচলকারীরা সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email