|

ভালুকায় নিরাপত্তা কর্মীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

প্রকাশিতঃ ১১:৪৪ অপরাহ্ণ | মে ২৮, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারের নিরাপত্তা কর্মীদের মাঝে ইউনিফর্ম ও বাঁশি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের ব্যাক্তিগত উদ্যােগ ও অর্থায়নে ওই নিরাপত্তা ইউনিফর্ম বিতরণ করা হয়।

এসময় মল্লিকবাড়ি বাজারের ব্যাবসায়ী নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, মল্লিকবাড়ি বাজারটি ভৌগলিক দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। এ বাজার দিয়ে বেশ কয়েকটি এলাকার মানুষ চলাচল করে। এ বাজারে নৈশ প্রহরীদের নির্দিষ্ট পোশাক না থাকায় তাদের দায়িত্ব পালন দৃশ্যমান হয় না। বাজারসহ আশপাশের এলাকায় চুরি রোধে নিরাপত্তাকর্মীদের পাহারা দৃশ্যমান করার জন্য এই নির্দিষ্ট পোশাক দেওয়ার উদ্যােগ নেই। পোশাক পেয়ে নিরাপত্তা কর্মীদের মাঝে এক ধরণের উচ্ছ্বাস কাজ করেছে। আমার বিশ্বাস বেশ কার্যকরী হবে।

Print Friendly, PDF & Email