|

ভালুকায় বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশিতঃ ৩:৩৩ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ছাত্র-জনতার উপর গুলি ও গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ২নং ওয়ার্ড থেকে বের হয়ে পৌর বিএনপির আহবায়ক আলহাজ¦ হাতেম খানের নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাসট্যান্ড বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মোর্শেদ আলম, পৌর বিএনপির আহাবায়ক আলহাজ¦ হাতেম খান, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ, রুহুল আমীন, মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ছাত্র-জনতা শেখ হাসিনাসহ সকলকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।

Print Friendly, PDF & Email