|

ভালুকায় যুবদল নেতা রাসেলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশিতঃ ৪:৩৬ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০২৪


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকায় উপজেলা যুবদলের উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে ভালুকা সরকারী কলেজ এলাকা থেকে একটি র‍্যালী রেব হয়। পরে র‍্যালীটি বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনা সভার বক্তব্যে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, অভুতপূর্ব এক সংহতির চেতনায় ৭ই নভেম্বর ও ৫ই আগষ্ট একই সূত্রে গাথা। আমরা প্রত্যাশা করি এ চেতনা দেশের সকল মানুষ হৃদয়ে লালন করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করবে।

Print Friendly, PDF & Email