|

ভালুকায় মহাসড়কের পাশ থেকে ময়লার স্তুপ অপসারণের উদ্যোগ

প্রকাশিতঃ ৩:২৮ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করতে উপজেলার মাস্টারবাড়ির মায়ের মসজিদ এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা ময়লা অপসারণের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক আলী নূর খান ফেসবুক পোস্টের মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়ে ময়লা ব্যবসার সাথে জড়িতদের উপজেলা প্রশাসন ভালুকার সাথে যোগাযোগ করার জন্য বলেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফারহান লাবীব জিসান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক আলী নূর খান জানান, সকলকে ভিন্ন উপযুক্ত জায়গায় ময়লা ফেলার জন্য অনুরোধ করছি। অন্যথায় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email