ভালুকায় দুই জাহার পথচারীদের মাঝে ইফতার বিতরণ
প্রকাশিতঃ ১:৪৫ অপরাহ্ণ | মার্চ ০৯, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুনের পক্ষ থেকে ভালুকা বাস স্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে দুই হাজার সাধারণ মানুষ, ফুটপাতের ব্যবসায়ী, অটো চাল, গাড়ির ড্রাইভার ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও ইফতার বিতরণ করা হয়েছে।
রমজানের মহান শিক্ষা হলো মানবতার সেবা। সেই লক্ষ্যেই পথচারী ও অসহায় মানুষের জন্য এ মহতী উদ্যোগ নেওয়া হয়। ইফতার বিতরণের সময় উপস্থিত ব্যক্তিরা এ আয়োজনের প্রশংসা করেন এবং মানবিক এ কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন জানান, রমজানের সওয়াব অর্জনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আজ দুই হাজার মানুষকে ইফতার দেওয়া হয়েছে, ভবিষ্যতেও অসহায় ও পথচারীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ন যুগ্ম আহবায়ক ইকরামুল হক শাহিন, আহসান শেখ, শামিম আহাম্মেদ, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল আহাম্মেদ, এস এম ফিরুজ আহাম্মেদ, জাকির হোসেন রাজু, খায়রুল বাশার মামুন, নাজমুল ইসলাম, সজিব আহাম্মেদ বাবু, শাহজাহান শেখ, দিদার মন্ডল, কামরুজ্জামান মন্ডল, মিলন, ভোটন মোল্লা, ইমন মোল্লা, ছাত্রদল নেতা মেহেদি, রাকিব প্রমুখ।