ভালুকায় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ ৯:৫৮ পূর্বাহ্ণ | মার্চ ২৪, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টি ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বিকালে ভালুকার সিটি গার্ডেন-২-এর হলরুমে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার আবুল বাসার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি মুজাম্মেল হক ও সোহেল আহমেদ।
এছাড়া ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু, যুবদল উপজেলা সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সদস্য মুস্তাফিজুর রহমান মামুন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি ফাহাদ শেখ, আরাফাত সানী, ইমন শেখ ও নুরুল ইসলাম মেম্বার।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা সংগঠক শেখ মুশফিক আহমেদ অপূর্ব, যুগ্ম সদস্য সচিব সানী আহমেদ ও উপজেলা প্রতিনিধি জুনায়েদ আহমেদ জিহাদ-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জাতীয় নাগরিক পার্টি সবসময় জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছে। এই ইফতার মাহফিল পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় উৎসাহ জোগাবে।”