|

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত এক

প্রকাশিতঃ ৫:৪১ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন ও একজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিরুনিয়া মোড় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে এবং গতরাতে মেদুয়ারি বান্দিয়া বাজারে ভরাডোবা-ঘাটাঈল আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৮৪) এবং টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে রুবেল (৩০)।

জানা যায়, সকালে প্রাই‌ভেটকার যোগে সিলেট থেকে টাংগাইল যাওয়ার পথে উপজেলার বিরুনীয়া মোড় এলাকায় পৌঁছালে (ঢাকা মে‌ট্রো গ-৩৪-৩৪৯৩) প্রাই‌ভেটকারটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এতে চালকসহ দুইজন আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রুবেলকে মৃত ঘোষণা করে। গাড়ীতে থাকা চালক রুবেলের ভাগিনা সাজিম (১৬) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপর দিকে গতরাতে গতরাতে মেদুয়ারি বান্দিয়া বাজারে ভরাডোবা-ঘাটাঈল আঞ্চলিক সড়কে বান্দিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।

Print Friendly, PDF & Email