|

গাজায় গণহত্যার প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ১:০৮ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, নারী-শিশুসহ নিরীহ মানুষের উপর বর্বর গণহত্যা এবং পবিত্র আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ভালুকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ভালুকার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ কাজল।
অংশগ্রহণকারীরা প্রতিবাদী লেখা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, “পবিত্র আল আকসা মসজিদ আমাদের ঈমানের অংশ। এর পুনরুদ্ধারে বিশ্বের মুসলমানদের এক কণ্ঠে সোচ্চার হতে হবে।”

Print Friendly, PDF & Email