ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিতঃ ১০:১৯ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ): গাজায় চলমান বর্বর হামলা ও ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভালুকা উপজেলা, কলেজ ও পৌর শাখা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ এপ্রিল) দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকরামুল হাসান কায়েস, যুগ্ম-আহ্বায়ক সুজন ইসলাম সজল, সাব্বির হোসেন, সদস্য মোহিত লাল দাস এবং কলেজ ছাত্রদলের সদস্য রাকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকরামুল হাসান কায়েস, যুগ্ম-আহ্বায়ক সুজন ইসলাম সজল, সাব্বির হোসেন, সদস্য মোহিত লাল দাস এবং কলেজ ছাত্রদলের সদস্য রাকিব।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন পৌর ছাত্রদল নেতা রোহাদ, সাব্বির মোল্লা, নাদিম খান, রেজাউল ইসলাম মানিক, আল-শাহরিয়ার, নোহা তালুকদার, রিয়েন, জয়, সাদেক, মাসুদ খান, মামুন, সোহানসহ আরও অনেকে।
ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান তাঁর বক্তব্যে বলেন, ‘গাজায় নারী ও শিশুদের ওপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই—এই গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর ভূমিকা রাখুন।’
এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার ও পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার ও পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন।