|

ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার দাবিতে ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে ভালুকা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এবং স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ভালুকা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। তাঁরা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, সম্প্রতি এক ঢাকার বনানিতে এক হামলায় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন, যা স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

Print Friendly, PDF & Email