|

ভালুকায় জাসাসের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

প্রকাশিতঃ ৭:১৮ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৫

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বুধবার বিকেলে ভালুকা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায়  উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এম.এম. কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান জনি, সহ-সভাপতি  সফিউল্লাহ আনসারী, আশিকুর রহমান শ্রাবণ, পৌর জাসাসের সভাপতি ওয়াছিকুল আলম,সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সিনিয়র নেতৃবৃন্দ।

আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা ও পৌর জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email