|

ভালুকায় উন্মুক্ত গরু-মহিষের অত্যাচারে কৃষকের বীজতলা ও ফসলের ক্ষতি, প্রতিকার চান এলাকাবাসী

প্রকাশিতঃ ৮:৪৭ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে তারেক শেখ, মেয়ে শরিফা আক্তার ও পারুল আক্তার দীর্ঘদিন ধরে প্রায় ২০-২৫টি গরু ও মহিষ মুক্তভাবে এলাকায় চড়ানোর কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয়রা। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুলাই) আবুল কালাম ফকির স্থানীয় শতাধিক বাসিন্দার সাক্ষর নিয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অভিযোগ করে জানান, উক্ত তিন ব্যক্তি তাদের গবাদিপশু উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে ধানের বীজতলা, সবজি ক্ষেতসহ নানা ধরনের কৃষিজ ফসলে ধ্বংস সাধন করছেন। গ্রামবাসী ও ভুক্তভোগীরা একাধিকবার সরাসরি এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অনুরোধ জানালেও তারা কারো কথায় কর্ণপাত না করে ইচ্ছাকৃতভাবে পশুগুলো ছেড়ে রাখছেন।

অভিযোগে আরও বলা হয়, গতকাল বুধবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তাদের পশুর দল ইচ্ছাকৃতভাবে একটি ধানের বীজতলা নষ্ট করে দেয়, যাতে প্রায় ১৪০ কেজি ধানের ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল। বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রতিকার না পেয়ে আমরা এখন আইনগত সহায়তা চাইছি। এই অন্যায় থেকে মুক্তি পেতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

বিবাধী তারেক শেখ,  শরিফা আক্তার ও পারুল আক্তার কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের কে পাওয়া যায়নি। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

Print Friendly, PDF & Email