ভালুকায় ভূমি দস্যু আব্দুর রশিদ গ্রেফতার
প্রকাশিতঃ ৯:২০ পূর্বাহ্ণ | জুলাই ০৫, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকার ধলিয়া দেয়ালিয়া পাড়ার আলোচিত ব্যক্তি আব্দুর রশিদকে গতকাল রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি মৃত আব্দুল মান্নানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি তৎকালীন ভূমি মন্ত্রী ও আইন মন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং ভূমি মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ও খাদ্য সরবরাহকারী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামীলীগের আরেক প্রভাবশালী নেতা মির্জা আজমকে জামিরদিয়া ও হবিরবাড়ি মৌজায় কয়েকশত একর বনের জমি দখল করে দেন আব্দুর রশিদ।
অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন দলের হয়ে ভোট ডাকাতি, জালিয়াতি এবং ভোটকেন্দ্রে এজেন্ট নিয়োগের মাধ্যমে নির্বাচনী অনিয়মে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়াও বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর, জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা, সাধারণ মানুষের জমি দখল, এবং ব্যাপক অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা আরও জানান, আব্দুর রশিদ এলাকার মানুষের ওপর দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে হাজার হাজার মানুষের জমি জবরদখল এবং মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে আরও বড় পরিসরের মামলার মুখোমুখি হতে পারেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আরও একাধিক মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসীর অনেকেই এই গ্রেফতারকে স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন।