|

ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

প্রকাশিতঃ ৩:৫১ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে ভালুকা সিটি গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আবদুর রশিদ আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডঃ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিশু বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ আজিজুল হক ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল মুনির।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক ডঃ জেবুন নেছা রীনা, সমাজসেবিকা ফজিলাতুন্নেছা, উপজেলা সমাজসেবা অফিসার অপরূপা মালাকার, প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার সভাপতি গোলাম ফারুক প্রমুখ।

আলোচনা সভা শেষে সদ্য অবসর নেওয়া তিন শিক্ষককে সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ ও কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহিম খলিল।

Print Friendly, PDF & Email