ভালুকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
প্রকাশিতঃ ১২:৩২ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত গোপন অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার জীবনতলা বাজারসংলগ্ন এলাকার জনৈক হাফিজ উদ্দিনের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং ভালুকা থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির পাশের ঝোপঝাড় তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৯ মি.মি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তবে অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো কোনো সন্ত্রাসী বা চোরাকারবারি গোপনে ওই এলাকায় লুকিয়ে রেখেছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোন অপরাধমূলক কর্মকার্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।