|

ভালুকায় জুলাই যোদ্ধা মামুনকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা

প্রকাশিতঃ ৮:০৭ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রনেতা মো. মামুনকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সহায়তা দেয়া হয়।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মামুনের হাতে এই সহায়তা তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুদ পারভেজ চাঁন মিয়া। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদা নার্গিস, সদস্য হাজী আ. রউফ, বিএনপি নেতা খলিলুর রহমান, রাজু মণ্ডল ও নজরুল ইসলাম চয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আন্দোলনের সময় মামুনের সহযোদ্ধা তোফাজ্জল হোসেন নিহত হন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মামুনকে একই বছরের ফেব্রুয়ারিতে অপহরণ করা হয় জামিরদিয়ার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে থেকে।

বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগে মামুন ভালুকা ছেড়ে নিজ জেলা নেত্রকোনায় ফিরে গেছেন এবং মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email