|

ভালুকায় জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, মারধরে আহত ২

প্রকাশিতঃ ৬:৫১ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় জমিতে ধান রোপণকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামে এ ঘটনা ঘটে। 

হামলায় আহতরা হলেন ওই এলাকার মৃত আঃ বারেকের ছেলে মোঃ মাহাবুল আলম খান (৩৫) ও একই এলাকার মোঃ রুবেল মিয়া।

আহত মাহাবুল আলম খান অভিযোগে জানান, ৬ আগস্ট রাতে তিনি রুবেল মিয়াকে নিজের জমিতে ধান রোপণের জন্য বলেন। রুবেল পরদিন সকালে কাজ শুরু করতে তার বাড়িতে এলে একই এলাকার মৃত আছু শেখের ছেলে অভিযুক্ত মোঃ হান্না মিয়া (৪২) ও মোঃ শুকুর আলী (৫৫) এসে তাদের গালমন্দ শুরু করেন এবং রুবেলকে তাদের ক্ষেতে কাজ করতে বলেন। এক পর্যায়ে হান্না মিয়া রুবেল মিয়াকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসম মাহাবুল আলম তাকে থামাতে গেলে শুকুর আলীও তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর হান্না মিয়া হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাহাবুলের ডান হাতের কনুইতে আঘাত লাগে, এতে তার হাতের হাড় ভেঙে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন ও জখমের হুমকি দিয়ে চলে যান। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক সোহেল মিয়া জানান, হান্না মিয়া এর আগেও একাধিকবার বিভিন্ন লোকজনের উপর হামলা চালিয়েছে।

ইউপি সদস্য মো: সাঈদ জানান,  বিষয়টি আমি শুনেছি। উভয়পক্ষকে নিয়ে মীমাংসার চেস্টা করছি।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এব্যাপারে অভিযুক্ত হান্না বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়।

Print Friendly, PDF & Email