ভালুকায় সাবেক প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিতঃ ৫:৩০ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আশেক উল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সভায় ম্যানেজিং কমিটির সভাপতি আমিন উল্লাহ চৌধুরী সবুজ মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আল আমিন মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহম্মেদ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, অবসরপ্রাপ্ত শিক্ষক আ. হামিদ পাঠান, ছাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, আব্দুল জলিল তালুকদার, আমিরুল ইসলাম মল্লিক ও সহকারী শিক্ষক আহসান হাবিব রিপন প্রমুখ।
বক্তারা মরহুম আশেক উল্লাহ চৌধুরীর শিক্ষা বিস্তারে অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।